জাকসু নির্বাচিত নেতাদের অভিনন্দন জানাল ডাকসু
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর নবনির্বাচিত সকল প্রতিনিধিকে অভিনন্দন জানিয়েছে।
ডাকসুর সহ-সভাপতি মো. আবু সাদিক কায়েম এক শুভেচ্ছা বার্তায় নবনির্বাচিত নেতাদের উদ্দেশে বলেন, “জুলাই বিপ্লবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসীম সাহস ও আত্মত্যাগের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করেছে। সেই আকাঙ্ক্ষার আলোকে আমরা বিশ্বাস করি, নবনির্বাচিত জাকসু নেতৃত্ব গণতন্ত্র ও ইনসাফের পথে অবিচল থাকবে।”
আরও পড়ুন: জবির ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর
তিনি আরও আশা প্রকাশ করেন, জাকসুর নতুন নেতৃত্ব শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের অধিকার আদায়, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং নতুন প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডাকসুর পক্ষ থেকে বলা হয়, দুই ছাত্র সংসদের লক্ষ্য অভিন্ন—জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।
আরও পড়ুন: জকসু নির্বাচন আয়োজনে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন





