ডাকসু বিজয়ী নারী প্রার্থীদের নিয়ে কটূক্তি, চাকরি হারালেন ব্র্যাক কর্মকর্তা
ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে বিজয়ী নারী প্রার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে চাকরিচ্যুত হলেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) গবেষণা সহকারী রাকিবুল মবিন।সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিআইজিডির অফিশিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি রাকিবুল মবিন তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন, যা কেবল তার ব্যক্তিগত মতামতের বহিঃপ্রকাশ। এটি কোনোভাবেই বিআইজিডির মূল্যবোধ বা প্রাতিষ্ঠানিক অবস্থানের প্রতিফলন নয়। প্রতিষ্ঠানটি যে কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে নিয়ে অবমাননাকর, বৈষম্যমূলক ও অসম্মানজনক আচরণের তীব্র নিন্দা জানিয়েছে।
আরও পড়ুন: হাদীর স্মরণে ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা ২০২৬’
বিআইজিডি আরও জানায়, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এবং নৈতিক ও পেশাদার অবস্থান সমুন্নত রাখতে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে তাদের সম্পর্কের সমাপ্তি ঘটানো হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রত্যেক সদস্যকে আচরণবিধি মেনে চলার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ঢাবির সিনেট ভবনে ডাকসু নির্বাচনের ফলাফল প্রকাশের সময় শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের চারজন নারী প্রার্থী বিজয় অর্জন করলে তারা উল্লাসে একে অপরকে আলিঙ্গন করেন। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে রাকিবুল মবিন ক্যাপশনে লেখেন “হাউস স্লেভ”। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে ডাকসুর নবনির্বাচিত আইন ও মানবাধিকার সম্পাদক শাখাওয়াত জাকারিয়া বিআইজিডিকে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এর দুই দিনের মাথায় চাকরি হারালেন রাকিবুল মবিন।
আরও পড়ুন: হাজী আ. লতিফ ভুইয়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ ও পুরস্কার বিতরণী





