ঢাবির দুই হলে জলাবদ্ধতা, তাৎক্ষণিক পদক্ষেপ নিল ডাকসু

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:০৫ অপরাহ্ন, ১২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা মুজিব হল, কুয়েত মৈত্রী হল ও সমাজকল্যাণ ইনস্টিটিউটে বৃষ্টিজনিত জলাবদ্ধতা পরিদর্শন করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তার সঙ্গে ছিলেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক এবি যুবাইর এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ।

রোববারের এ পরিদর্শনে উপস্থিত ছিলেন কুয়েত মৈত্রী হলের প্রোভোস্ট, ফজিলাতুন্নেছা মুজিব হলের হাউজ টিউটর, দুই হল সংসদের নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা।

আরও পড়ুন: হাদীর স্মরণে ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা ২০২৬’

পরিদর্শনকালে জলাবদ্ধতার কারণে ছাত্রীদের যাতায়াত সমস্যার তাৎক্ষণিক সমাধানে অতিরিক্ত পরিবহন ট্রিপ চালুর উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে ড্রেনেজ পরিষ্কার ও পরিচ্ছন্নতার কার্যক্রম হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়। আলোচনায় দীর্ঘমেয়াদি সমাধানের বিষয়টিও গুরুত্ব পায়।

এ সময় হলসমূহের অন্যান্য সমস্যার কথাও শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

আরও পড়ুন: হাজী আ. লতিফ ভুইয়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ ও পুরস্কার বিতরণী