ঢাবিতে সন্দেহজনক যুবক আটক, পুরনো চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় এক যুবককে আটক করেছে হলের নিরাপত্তাকর্মীরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃত যুবকের নাম মো. জনি। তিনি চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে রাজধানীর চকবাজার এলাকায় থাকেন। নিরাপত্তাকর্মীদের দাবি, এর আগেও জনি একই হলে প্রবেশ করে ক্যান্টিনের কর্মচারীদের মোবাইল ফোন চুরি করেছিল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে সেই ঘটনার সঙ্গে তার মিল পাওয়া যায়।
আরও পড়ুন: চাকসুতে পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে জনপ্রিয়তার শীর্ষে জাবেদ
ঘটনাস্থলে থাকা নিরাপত্তাকর্মী মোজাম্মেল জানান, “পুরনো চুরির সময় যে পোশাক পরা ছিল, আজও সেই একই টিশার্ট পরেই ধরা পড়ে জনি। কবি জসিম উদ্দিন হলে চুরির আরও একটি ঘটনায় তার সম্পৃক্ততার সন্দেহ পাওয়া যাচ্ছে।” তিনি আরও বলেন, “চুরি করা ফোনগুলো শাহবাগের বারডেম হাসপাতাল এলাকার এক ব্যক্তির কাছে বিক্রি করত বলে জনি নিজেই জানিয়েছে।”
হল সংসদের সাধারণ সম্পাদক আশিক বিল্লাহ বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বক্তব্যে মিল পাইনি। নিজের ফোন থেকে কিছু তথ্য মুছে ফেলতেও দেখা গেছে, যা সন্দেহ আরও বাড়ায়।”
আরও পড়ুন: জুলাই পরবর্তী ছাত্ররাজনীতির মডেল ছাত্রশিবির : সাদিক কায়েম
পরবর্তীতে প্রক্টরিয়াল টিম, আবাসিক শিক্ষক এবং শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়। শিক্ষার্থীরা অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত এবং এর সঙ্গে জড়িত চক্রটিকে শনাক্তের দাবি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. সাইফুদ্দিন আহমদ বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আটক যুবকের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে।”