ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ: নীলক্ষেতে রাতভর উত্তেজনা
রাজধানীর নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে লাঠি-সোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে রোববার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত গভীর হলেও দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ চলতে থাকে, ফলে পুরো নীলক্ষেত ও নিউমার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
আরও পড়ুন: হাদীর স্মরণে ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা ২০২৬’
সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েমসহ ছাত্রনেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। অন্যদিকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য এলাকায় মোতায়েন করা হয়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ঢাবির শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।”
আরও পড়ুন: হাজী আ. লতিফ ভুইয়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ ও পুরস্কার বিতরণী
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডিএমপি কর্মকর্তা আরও জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর নিশ্চিত করা সম্ভব হয়নি।





