ডিনস অ্যাওয়ার্ড পেলেন ডাকসুর ক্যারিয়ার বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম

Any Akter
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:১৯ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক এবং ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাডেমিক এক্সিলেন্স ক্যাটাগরিতে ডিনস অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

আরও পড়ুন: ঢাবি কলা অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১৫৬ শিক্ষার্থী ও ১০ শিক্ষক

মঙ্গলবার (১৪ অক্টোবর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন সংশ্লিষ্ট অনুষদের ডিন।

আরও পড়ুন: মাজারগেটে অবস্থান বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের, মার্চ টু সচিবালয় স্থগিত

নিজের অনুভূতি জানিয়ে মাজহারুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন,  আলহামদুলিল্লাহ, এক্সিলেন্স ক্যাটাগরিতে ডিনস অ্যাওয়ার্ড পেয়েছি। দিস ইজ ওয়ান অব দ্যা মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস অব মাই স্টুডেন্ট লাইফ।

তিনি আরও লিখেছেন, “একটা সময় ডিনস অ্যাওয়ার্ডের প্রতি ফ্যাসিনেশন কাজ করত। আজ সর্বোচ্চ ক্যাটাগরিতে তা অর্জন করতে পেরে কৃতজ্ঞ ও আনন্দিত। দোয়া প্রার্থনা করছি।”

গত ৯ অক্টোবর প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্তদের তালিকায় তার নাম প্রকাশ করা হয়।

উল্লেখ্য, এর আগে মাজহারুল ইসলাম অনার্সে প্রথম স্থান অর্জন করে গোল্ড মেডেল পান। পাশাপাশি মাস্টার্সের প্রথম সেমিস্টারে তিনি ফোর আউট অব ফোর সিজিপিএ অর্জন করেন। তিনি ২০১৮১৯ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং কবি জসীমউদ্দিন হলের আবাসিক।