ঢাবি শিবির নেতা সাজ্জাদের কৃতিত্ব, পেলেন ডিন’স অ্যাওয়ার্ড

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:৫৭ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের শিক্ষার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন পেয়েছেন অ্যাকাডেমিক এক্সিলেন্স ক্যাটাগরিতে ডিন’স অ্যাওয়ার্ড।মঙ্গলবার (১৪ অক্টোবর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে থেকে এই স্বীকৃতি গ্রহণ করেন তিনি। এর আগে গত ৯ অক্টোবর প্রকাশিত তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

আরও পড়ুন: মাজারগেটে অবস্থান বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের, মার্চ টু সচিবালয় স্থগিত

সাজ্জাদ হোসাইন ২০১৯২০ সেশনের শিক্ষার্থী ও বিজয় একাত্তর হলের আবাসিক। স্নাতক পর্যায়ে ৪-এর মধ্যে ৩.৯৯ সিজিপিএ অর্জন করে বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন তিনি। বর্তমানে একই বিভাগে স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারে পড়াশোনা করছেন।

আরও পড়ুন: এসইউবিতে খাদ্য ব্যবস্থায় যুব নেতৃত্ব প্রশিক্ষণ সফলভাবে শেষ

এক ফেসবুক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করে সাজ্জাদ লেখেন, ডিন’স অ্যাওয়ার্ড উপলক্ষে আগামীকাল আব্বু-আম্মু ক্যাম্পাসে আসবেনপ্রথমবারের মতো। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একজন শিক্ষার্থী হিসেবে তাদের অবদানই আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। আব্বা নিজের পড়াশোনা শেষ করতে পারেননি সংসারের কারণে, কিন্তু আমার জন্য কখনও কিছু নিয়ে চিন্তা করতে দেননি। আমার পড়াশোনার শুরুটা হয়েছে আম্মুর হাত ধরেতিনিই আমার প্রথম শিক্ষক।”

আরও লিখেছেন তিনিআমাদের সামর্থ্যের ভেতরে বাবা-মায়ের জন্য কতটুকুই বা করা যায়! শুধু চাই, আমার মাধ্যমে যেন তারা সম্মানিত হন এবং আল্লাহ তায়ালা যেন তাঁদের প্রতি রহমত বর্ষণ করেন।”

সাজ্জাদ হোসাইন ডাকসু নির্বাচন ২০২৫-এ ইসলামী ছাত্রশিবিরের প্যানেল থেকে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তার ব্যালট নম্বর ছিল ৫।

ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক ও ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলামও ডিন’স অ্যাওয়ার্ড অর্জন করেছেন।