স্কুলছাত্রী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ, মরদেহ উদ্ধার

Sanchoy Biswas
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:০১ পূর্বাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্কুল থেকে বাড়ি ফেরার পর নদীতে গোসল করতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মহিষবের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির এক শিক্ষার্থী।

মর্মান্তিক ঘটনাটি ঘটে ১৪ অক্টোবর (বুধবার) উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবের গ্রামে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা আনুমানিক ২ টার দিকে স্কুল থেকে বাড়ি এসে মহিষবের টেকের বাড়ির লাল মিয়ার মেয়ে শাইলা আক্তার (৭) গোসল করতে যায় বাড়ির পাশের নদীতে।

আরও পড়ুন: সম্পত্তি না লিখে দেওয়ায় কলাবাগানে স্ত্রীকে হত্যা করে ফ্রিজে লুকানো

দীর্ঘ সময় বাড়ি না আসায় খোঁজাখুঁজির চেষ্টা শুরু হয়। এই সময় নদী তীরের লোকজন নদীতে তার মরদেহ দেখে চিৎকার শুরু করে। প্রতিবেশীরা এসে নদী থেকে লাশ উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।