ঢাবি কলা অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১৫৬ শিক্ষার্থী ও ১০ শিক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের তিন শিক্ষাবর্ষ (২০২১, ২০২২ ও ২০২৩) এর ১৫৬ শিক্ষার্থী ও ১০ শিক্ষককে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) দুপুরে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। অনুষ্ঠানে ডিনস অ্যাওয়ার্ড স্পিকার হিসেবে বক্তব্য দেন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সদরুল আমিন।
আরও পড়ুন: মিছিল নিয়ে শহীদ মিনারে ফিরে গেলেন শিক্ষকরা, রাতে সেখানেই অবস্থান
অনুষদের ১৭টি বিভাগ থেকে ১৫৬ জন মেধাবী শিক্ষার্থী ও গবেষণায় বিশেষ অবদানের জন্য চারটি ক্যাটাগরিতে ১০ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। বিভাগীয় চেয়ারম্যানরা শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন এবং ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান ঘোষণা করেন পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের নাম।
দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউট পরিচালক, প্রাধ্যক্ষ, প্রক্টর, শিক্ষক, রেজিস্ট্রার ও অভিভাবকবৃন্দ। জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং পরে ধর্মগ্রন্থ পাঠ ও সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: মাজারগেটে অবস্থান বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের, মার্চ টু সচিবালয় স্থগিত
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—বাংলা বিভাগের মাহফুজা মাহবুব, ইংরেজি বিভাগের জেরিন তাসনিম রাইসা, মানতাহা কিশোয়ার, সারোয়ার কামাল ভূঁইয়া, আরবি বিভাগের মাসুদুর রহমান, আবদুল্লাহ মজুমদার, আতহারুল ইসলাম শহিদ, মো. সাজ্জাদ হোসেন খান, ইতিহাস বিভাগের হাসাইবুর রহমান, সোনিয়া আক্তার, হাসিবুর রহমান, দর্শন বিভাগের সানজিদা ইমু, মো. ইমাম হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন—আরবি বিভাগের অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রহিম, ফারসি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার ও ড. মো. মুমিত আল রশিদ, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আবু সায়েম, ড. শাফী মো. মোস্তফা ও অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ড. শান্টু বড়ুয়া এবং ইংরেজি বিভাগের ড. কামরুল হাসান চৌধুরী।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “মেধাকে মূল্যায়ন করতে পেরে আমরা আনন্দিত। সাফল্যের পেছনে পরিশ্রমই মূল ভিত্তি। পড়াশোনার পাশাপাশি পরিবারকে সময় দেওয়ার বিষয়টি ভবিষ্যৎ জীবনে ভারসাম্য আনে।”
প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, “এই প্রোগ্রামটি বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। শিক্ষার্থীদের কৃতিত্বে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন তাদের শিক্ষক ও অভিভাবকরা।”
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, “ডিনস অ্যাওয়ার্ড কেবল একটি সম্মাননা নয়, এটি সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। অর্জিত জ্ঞান সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।”
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনসংযোগ দফতরের উপপরিচালক ফররুখ মাহমুদ।