রেমিট্যান্সেই টিকে ছিল অভ্যুত্থান-পরবর্তী সরকার: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:৩২ পূর্বাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অর্থনৈতিক সংকটের সময় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সই ছিল সরকারের একমাত্র ভরসা—এমন মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, অভ্যুত্থান-পরবর্তী সরকার টিকে ছিল প্রবাসী আয় বা রেমিট্যান্সের ওপর নির্ভর করেই।

ইতালি সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় বিকেলে বাংলাদেশ দূতাবাস আয়োজিত প্রবাসী বাঙালিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তার সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে মন্দাভাব, বিনিয়োগে স্থবিরতা: পরিকল্পনা উপদেষ্টা

ড. ইউনূস বলেন, “স্বৈরাচার সরকার দেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে পালিয়েছিল। তলানিতে থাকা অর্থনীতির জন্য প্রবাসীদের রেমিট্যান্সই ছিল একমাত্র অবলম্বন। তাদের পাঠানো অর্থেই আজ দেশ ঘুরে দাঁড়াচ্ছে।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “রেমিট্যান্সের প্রবাহ না থাকলে সরকারের টিকে থাকা অত্যন্ত কঠিন হতো। প্রবাসীরা কেবল অর্থনৈতিক শক্তিই নন, তারা দেশের আশা-ভরসার প্রতীক।”

আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে আর কখনও ‘রাতের ভোট’ হবে না: অধ্যাপক আলী রিয়াজ

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা প্রধান উপদেষ্টাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে ইতালিতে অভিবাসন সংক্রান্ত জটিলতা সমাধানের অনুরোধ জানান তারা।

প্রধান উপদেষ্টা মনোযোগ দিয়ে প্রবাসীদের বক্তব্য শোনেন এবং বলেন, “ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অভিবাসন সমস্যা সমাধানে ইতোমধ্যে ইতালি সরকারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।”