ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:০৫ পূর্বাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৫ উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শনিবার (১৮ অক্টোবর) ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতর এবং এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

‘বিপর্যয় ও জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্য সেবা প্রাপ্তি’—এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হক। ধন্যবাদ জ্ঞাপন করেন এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. আজহারুল ইসলাম।

আরও পড়ুন: ঢাবি ক্যাম্পাসে যান চলাচলে নতুন নিয়ন্ত্রণ, আজ থেকেই কার্যকর

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, আমরা শারীরিক অসুস্থতাকে যতটা গুরুত্ব দিই, মানসিক অসুস্থতাকে ততটা দিই না—এটি আমাদের একটি বড় সামাজিক দুর্বলতা। মানসিক স্বাস্থ্যের বিষয়টি লুকিয়ে না রেখে খোলামেলা আলোচনার সংস্কৃতি গড়ে তোলা জরুরি।

তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক সমাজে তরুণ প্রজন্মসহ সব বয়সী মানুষের মধ্যে নানান ধরনের মানসিক চাপ তৈরি হচ্ছে। মানসিক চাপ নিয়ন্ত্রণে নিয়মিত কাউন্সেলিং গ্রহণ এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে সেবা সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: ঢাবির আশেপাশে দেহব্যবসা, অনুসন্ধানী অভিযানে মিলেছে চাঞ্চল্যকর তথ্য

পরে অধ্যাপক বিদিশা টিএসসি চত্বরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী আয়োজনে ছিল বিনামূল্যে কাউন্সেলিং সেবা, মনোবৈজ্ঞানিক মূল্যায়ন, মনোবৈজ্ঞানিক খেলা, মানসিক স্বাস্থ্যবিষয়ক বই প্রদর্শনী ও বিক্রয়, কর্মশালা এবং সচেতনতামূলক নানা কার্যক্রম।