রাজধানীর আরমানিটোলা থেকে জবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

Sanchoy Biswas
জবি প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:৪৩ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনের সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী জুবায়েদ হোসাইনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় জুবায়েদের মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকরা ঘোষণা করলেন নতুন আন্দোলন: ২০% বাড়িভাড়া দাবিতে আমরণ অনশন

তিনি বলেন, “জুবায়েদ হোসাইন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। যেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে একটি বাড়িতে তিনি টিউশনি করতেন। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “ঘটনা শোনামাত্রই আমি সেখানে রওনা দিয়েছি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ছুরিকাঘাতের ফলে মৃত্যু হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা তা সংগ্রহের চেষ্টা করছে।”

আরও পড়ুন: শিক্ষকদের ‘ভুখা মিছিল’-এ পুলিশের বাধা

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, “আমাদের ভাই জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদকে কে বা কারা ছুরিকাঘাতে হত্যা করেছে তা জানতে চাই। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। হত্যাকারীর দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”