ঢাবি শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়াতে বিশেষ সার্টিফিকেট কোর্স চালু
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও কর্মসংস্থান সম্ভাবনা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সার্টিফিকেট কোর্স চালু করা হয়েছে। Effective Professional Communication শিরোনামের এই কোর্সটি পরিচালনা করবে বিশ্ববিদ্যালয়ের Industry Collaboration and Employment Committee (ICEC), যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণার আধুনিকায়ন এবং শিল্পখাতের সঙ্গে সংযোগ বৃদ্ধিতে কাজ করছে। কোর্সটি পরিচালনায় সহযোগিতা করছে Institutional Quality Assurance Cell (IQAC) এবং Student Promotion and Support Unit (SPSU)।
ইনিশিয়েটিভটির লক্ষ্য—অধ্যয়ন ও পেশাগত দক্ষতার মাঝে সেতুবন্ধন তৈরি করে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে সহায়তা করা। কোর্সে মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে কার্যকরভাবে যোগাযোগের কৌশল শেখানো হবে। পাশাপাশি প্রফেশনাল ইমেইল লেখা, সিভি প্রস্তুত, কাভার লেটার তৈরি এবং আত্মবিশ্বাসের সঙ্গে প্রেজেন্টেশন উপস্থাপনা করার প্রশিক্ষণ থাকবে।
আরও পড়ুন: সরকারের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি আপাতত স্থগিত
এ ছাড়াও দলগত কাজ, সমস্যা সমাধান ও নেতৃত্বগুণ বৃদ্ধির জন্য থাকবে ব্যবহারিক সেশন। ফলে শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রের পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।
ICEC জানায়, এটি শুধু একটি কোর্স নয়; বরং শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সক্ষমতা বৃদ্ধির বৃহত্তর উদ্যোগের অংশ।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকবাল-নজরুল বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের ৪র্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা কোর্সটিতে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দিষ্ট লিঙ্কে আবেদন এবং বিস্তারিত তথ্য পাওয়া যাবে।





