বিইআরসি’র গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্র ইউনিয়নের নিন্দা

Sanchoy Biswas
শাহরিয়ার ইসলাম
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:৩১ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম ৮২.৮১ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ২৩ নভেম্বর এক সংবাদ সম্মেলনে সার কারখানার গ্যাসের মূল্য প্রতি ইউনিট ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৯ দশমিক ২৫ টাকা নির্ধারণ করার ঘোষণা দেয়।

গুরুত্বপূর্ণ এই খাতে আকস্মিক মূল্যবৃদ্ধিকে “অযৌক্তিক ও জনস্বার্থবিরোধী” বলে মন্তব্য করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, দেশের কৃষিনির্ভর অর্থনীতিতে এই সিদ্ধান্ত সরাসরি সার উৎপাদন ব্যয় বাড়াবে, যা কৃষকের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে শেষ পর্যন্ত সাধারণ জনগণের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি হল পরিদর্শন করেছেন বুয়েটের বিশেষজ্ঞরা

নেতৃত্বদ্বয় আরও অভিযোগ করেন, জ্বালানি ও গ্যাস খাতের “অদক্ষ ব্যবস্থাপনা, দুর্নীতি, অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং ভর্তুকি কমানোর ধারাবাহিক প্রচেষ্টা” সরকারকে জনস্বার্থ থেকে দূরে ঠেলে দিচ্ছে। তাদের দাবি, সার কারখানার মতো কৌশলগত খাতে গ্যাসের দাম দ্বিগুণের মতো বৃদ্ধি নীতিগত ব্যর্থতার স্পষ্ট প্রমাণ।

দেশের কৃষি, খাদ্য নিরাপত্তা ও জনজীবনের স্বার্থে সার কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

আরও পড়ুন: দাবি আদায়ে শিক্ষকদের আল্টিমেটাম: আজ থেকে লাগাতার কর্মবিরতি