সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচির ঘোষণা
প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা কলেজের সামনে বিক্ষোভ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থী আব্দুর রহমান এ কর্মসূচির ঘোষণা দেন।
শিক্ষার্থীরা আগামী শনিবার পর্যন্ত কর্তৃপক্ষকে আলটিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি না হলে রবিবার (৭ ডিসেম্বর) থেকে শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি শুরু করার ঘোষণা দেওয়া হয়।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সংবাদ সম্মেলনে আব্দুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে সাত কলেজকে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া আটকে রয়েছে। নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি না হওয়ায় জটিলতা আরও বাড়ছে। তাই আমরা রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করব।
এর আগে সকাল থেকে ঢাকা কলেজ প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে তারা মিরপুর সড়ক অবরোধ করলে দুই ঘণ্টার বেশি সময় যান চলাচল বন্ধ থাকে। নতুন কর্মসূচি ঘোষণার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
আরও পড়ুন: জ্যোতির্বিদদের অনুসন্ধানে উন্মোচিত মহাবিশ্বের রহস্য
উল্লেখ্য, ইতোমধ্যে সাত সরকারি কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন স্বতন্ত্র এক পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।





