অবরোধের পাঁচ ঘণ্টা পর পুলিশের আলোচনার পরামর্শ, রাজি নয় শিক্ষার্থীরা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৪৬ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দ্রুত অধ্যাদেশ ঘোষণার এক দফা দাবিতে রাজধানীর শিক্ষা ভবন মোড় অবরোধ করে রাখা শিক্ষার্থীরা পুলিশের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। পাঁচ ঘণ্টা অবরোধের পরও তারা জানিয়েছেন, দাবি বাস্তবায়নের কোনো সুস্পষ্ট অগ্রগতি না দেখা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

রোববার (৭ ডিসেম্বর) দুপুর থেকে শিক্ষার্থীরা অবরোধ শুরু করলে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষা ভবনের সামনে মোতায়েন করা হয় বিপুল পরিমাণ পুলিশ, জলকামান ও রায়টকার।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, শিক্ষার্থীরা চাইলে সরাসরি সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে কথা বলে নিজেদের দাবির অগ্রগতি জানতে পারেন। তিনি বলেন, “তোমরা সচিবালয়ে গিয়ে জেনে আসতে পারো কী অগ্রগতি হয়েছে। কোনো বক্তব্য থাকলে সেটাও দিয়ে আসতে পারো। এতে জনদুর্ভোগ কমবে।”

তবে শিক্ষার্থীরা পুলিশের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, “আমরা কোনো আলোচনায় যাচ্ছি না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

আরও পড়ুন: চবির শাটলে মবের ঘটনার সূত্রপাত রাম প্রসাদের হাতেই

এর আগে দুপুর ১টায় সাত কলেজকে একীভূত করে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’-এর দ্রুত অধ্যাদেশ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা শিক্ষা ভবন মোড় অবরোধ শুরু করেন।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, সাত কলেজকে একীভূত করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে নতুন একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।