বাংলাদেশের গৌরবময় চ্যালেঞ্জার্স কাপ জয়ে আলোচনায় ঢাবি ছাত্রদল নেতা সাজু

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:৩৫ অপরাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত যুব হকি বিশ্বকাপ ২০২৫–এ প্রথমবারের মতো চ্যালেঞ্জার্স কাপ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–২১ জাতীয় হকি দল। রোববার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত এ আসরে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে ট্রফি জিতে নেয় লাল–সবুজের তরুণরা।

দলের এ সাফল্যে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিজয়ী দলের সদস্য হিসেবে অংশ নেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মো. সাহিদুর রহমান (সাজু), যা সংগঠনের জন্যও গৌরবের।

আরও পড়ুন: চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করল ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এক যৌথ বিবৃতিতে হকি দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিবৃতিতে আরও বলা হয়, তরুণ খেলোয়াড়দের এ অর্জন দেশের যুবসমাজকে ক্রীড়াক্ষেত্রে আরও সম্পৃক্ত করবে এবং ভবিষ্যৎ ক্যারিয়ার হিসেবে খেলাধুলাকে বেছে নিতে উৎসাহ জোগাবে। সংগঠনটির দাবি, এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ‘দেশ গড়ার পরিকল্পনা’র সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: ঢাবি’র আবাসিক হল সংস্কারের অগ্রগতি পর্যালোচনা ও কারিগরি মূল্যায়ন সভা অনুষ্ঠিত