জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ঢাবিতে দুই দিনব্যাপী ‘ছবিতে ১৯৭১’ চিত্র প্রদর্শনী ও বিজয় কনসার্ট

Any Akter
ঢাবি প্রতিনিধি,
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৫৪ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দুই দিনব্যাপী (১৫, ১৬ ডিসেম্বর ) চিত্র প্রদর্শনী “ছবিতে ১৯৭১: আমাদের মুক্তিযুদ্ধ” ঐতিহাসিক বটতলায় সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের বিভিন্ন অধ্যায় চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। এতে ফুটে ওঠে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রাম, নারী ও শিশুদের অবর্ণনীয় সাহস, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের ঐক্য, শরণার্থীদের বেদনা, জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং মুক্তিযুদ্ধবিরোধী বিশ্বাসঘাতকদের কালো মুখোশ।

প্রদর্শনীর পাশাপাশি শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ ছড়িয়ে দিতে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা “রংতুলিতে বিজয়”। নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। শিশুদের আঁকায় ফুটে ওঠে মুক্তিযুদ্ধকালীন স্মৃতি ও ঐতিহাসিক স্থাপনাসমূহ।

আরও পড়ুন: সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশ মাউশির

বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হয় “বিজয় কনসার্ট”। কনসার্টের শুরুতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আল আমিন সরকার এবং সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে ঢাকা হবে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও জ্ঞানভিত্তিক নেতৃত্বের কেন্দ্র। আমাদের নিজস্ব লোকজ সংস্কৃতির সঠিক ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বিশ্বদরবারে একটি স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় গড়ে তোলা সম্ভব। এর জন্য সাংস্কৃতিক উদারতা ও পারস্পরিক গ্রহণযোগ্যতা প্রয়োজন।” একই সঙ্গে তিনি বিজয় দিবসে সারা বিশ্বের মুক্তিকামী মানুষের বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুন: পাকিস্তানের পতাকা আঁকাকে কেন্দ্র করে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সংবাদ সংগ্রহে সাংবাদিকদের উপর হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। কনসার্টে ব্যান্ড সহজিয়া, আননেমডসহ বিভিন্ন সংগীতশিল্পী গান পরিবেশন করেন।

জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতেও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবিলায় দেশীয় সংস্কৃতিভিত্তিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।দামের বিরল রিচার্ড মিলি ঘড়ি উপহার পেলেন লিওনেল মেসি। বিশ্বে রয়েছে মাত্র ১২টি এমন ঘড়ি।