এমএলএসের সেরা মেসি, রেকর্ড গড়ে জিতলেন ‘মূল্যবান খেলোয়াড়’ পুরস্কার

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২:০০ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:২২ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস) কোনো চমকই ঘটেনি। সবার পূর্বাভাস সত্যি করে টানা দ্বিতীয়বার এমএলএসের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে পরপর দুইবার এই পুরস্কার জিতে নতুন রেকর্ড গড়লেন আর্জেন্টাইন তারকা। এর আগে শুধু প্রিড্রাগ রাদোসাভলজেভিচ দু’বার (১৯৯৭ ও ২০০৩) এই স্বীকৃতি পেয়েছিলেন, তবে টানা নয়।

তিন দিন আগেই ইন্টার মায়ামিকে প্রথমবার এমএলএস কাপ জিতিয়েছেন মেসি। ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারানোর ম্যাচে গোল না পেলেও দু’টি অ্যাসিস্ট করে দলকে নেতৃত্ব দেন তিনি। এর আগেই মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ‘গোল্ডেন বুট’ জেতেন আর্জেন্টাইন অধিনায়ক।

আরও পড়ুন: পুরস্কারটি আমার জন্য স্পেশাল: ঋতুপর্ণা

মায়ামির হয়ে এমএলএসে তার অবদান অবিশ্বাস্য—৩৪ ম্যাচে ৩৫ গোল ও ২৮ অ্যাসিস্ট। সবমিলে দলের মোট ১০১ গোলের মধ্যে ৬৩টিতেই সরাসরি ভূমিকা রেখেছেন তিনি। ২০২৩ সালে দলে যোগ দেওয়ার পর ক্লাবের ইতিহাস পাল্টে দেওয়ায় দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন মেসি। তার ভাষায়,

এই নতুন ক্লাবকে শীর্ষে তোলা ছিল বিশাল চ্যালেঞ্জ। এবার লক্ষ্য ছিল এমএলএস কাপ জয়। আমরা বিভিন্ন প্রতিযোগিতায় অসাধারণ করেছি।

আরও পড়ুন: অনিয়মের অভিযোগে ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত

সম্প্রতি ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন তিনি। বয়স এবং ম্যাচের চাপ মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়ে কিছু দ্বিধা থাকলেও মেসির আধিপত্যে কোনো ভাটা পড়েনি। এবারের এমভিপি নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট পেয়েছেন তিনি, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সান দিয়েগোর উইঙ্গার অ্যান্ডার্স দ্রেয়ার পেয়েছেন মাত্র ১১ শতাংশ।

ক্যারিয়ারের অর্জনের তালিকাও তাই অনন্য উচ্চতায়—সর্বোচ্চ ৪৮টি ট্রফি, ৮ ব্যালন ডি’অর, ৩ ফিফা বেস্ট, ৬ ইউরোপিয়ান গোল্ডেন স্যু, দুই বিশ্বকাপ গোল্ডেন বলসহ লম্বা সাফল্যের পথ। এখনও থামছেন না তিনি। ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার হয়ে খেলবেন বলে জানিয়েছেন ৩৮ বছর বয়সী এ মহাতারকা।