বাংলাদেশে বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে: মির্জা ফখরুল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:২২ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে বড় ধরনের বিভাজনের একটি পথ তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, একটি গোষ্ঠী ধর্মের নামে সমাজে বিভেদ সৃষ্টি করতে চায়।

রোববার (৭ নভেম্বর) রাজধানীর খামারবাড়িতে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরও পড়ুন: সরকারে এলে প্রাইভেট সেক্টরে শুক্র-শনিবার ছুটির ঘোষণা দেবে এনসিপি

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ ধর্মভীরু—এটা স্বাভাবিক। কিন্তু ধর্মকে ব্যবহার করে রাষ্ট্র ও সমাজে বিভাজন সৃষ্টি করা উচিত নয়। আমরা বিশ্বাস করি, সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল সবার বাংলাদেশ, বলেন তিনি।

বিএনপির মহাসচিব আরও বলেন, সব ধরনের অপপ্রয়াস মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে হবে বিএনপিকেই।

আরও পড়ুন: খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা

ছাত্রদলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের ৩১ দফা কর্মসূচি তৃণমূলে পৌঁছাতে ছাত্রদল যথেষ্ট ভূমিকা রাখতে পারেনি। আমি গ্রামে গেলে সেটার প্রভাব দেখি না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তোমাদের উপস্থিতিও কম। এ কারণেই সাম্প্রতিক নির্বাচনগুলোতে আমরা ভালো করতে পারিনি, মন্তব্য করেন তিনি।