ঢাবি উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সাক্ষাৎ
অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওলাভ মুরলিংক আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনা ও শিশু শিক্ষার উন্নয়ন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারের নানা দিক নিয়ে আলোচনা হয়। এ ছাড়া দুই বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্বে যৌথ গবেষণা প্রকল্প বাস্তবায়ন, প্রশিক্ষণ কর্মসূচি এবং কর্মশালা আয়োজনের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।
আরও পড়ুন: জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ঢাবিতে দুই দিনব্যাপী ‘ছবিতে ১৯৭১’ চিত্র প্রদর্শনী ও বিজয় কনসার্ট
বৈঠকে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গবেষণার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পরিকল্পনা ও নীতিনির্ধারণের সঙ্গে ব্যবহারিক একাডেমিক গবেষণার ব্যবধান কমানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাস্তবমুখী গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভ্যালনারেবিলিটি স্টাডিজের সহযোগী অধ্যাপক ড. দিলারা জাহিদ উপস্থিত ছিলেন।





