ডাকসু ভিপির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Sadek Ali
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৪ পূর্বাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:২৫ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম ব্রিটিশ হাইকমিশনার সারাহ্ কুক -এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সম্প্রতি রাজধানীতে ব্রিটিশ হাইকমিশনারের সরকারি বাসভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে ব্রিটিশ হাইকমিশনার ডাকসুর চলমান কার্যক্রমের প্রশংসা করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। এ সময় ডাকসু ও ব্রিটিশ হাইকমিশনের মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: সিকৃবিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

আলোচনার মধ্যে শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণ, স্কলারশিপ, প্রশিক্ষণ এবং শিক্ষার্থী-কেন্দ্রিক নানা উদ্যোগের বিষয়টি গুরুত্ব পায়। উভয় পক্ষই ভবিষ্যতে এসব উদ্যোগকে বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গেও মতবিনিময় হয়। ডাকসু সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোচনার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের জন্য বাস্তব ও টেকসই সুযোগ সৃষ্টি করতে শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: ঢাবিতে আবারো ধরা পড়লো ভুয়া শিক্ষার্থী!