জাবির হল থেকে বিদেশি মদ জব্দ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে হল প্রশাসন। রোববার (৪ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে হলটির ৭২৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে মোট ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ফজলে আজওয়াদ সরকারকে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী। তবে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী নন। তার আবাসিক হল মীর মশাররফ হোসেন হল এবং তার বাড়ি জামালপুর জেলায়।
আরও পড়ুন: সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের নতুন নির্দেশনা
হল প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে কক্ষটির টেবিলের লকার খুলে ১১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। পরবর্তীতে বিছানার নিচে তল্লাশি চালিয়ে আরও ১০ বোতল মদ উদ্ধার করা হয়।
এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আবদুর রাজ্জাক জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষার্থী স্বীকার করেছেন যে এসব মাদকদ্রব্য তিনি জামালপুরের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করেছিলেন।
আরও পড়ুন: পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনেই শীর্ষ পদে শিবির প্রার্থীদের জয়ের কারণ কী?
অভিযুক্তের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে প্রভোস্ট বলেন, অভিযুক্ত শিক্ষার্থী যেহেতু এই হলের আবাসিক নন, তাই বিষয়টি মীর মশাররফ হোসেন হলের প্রভোস্টকে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তারাই অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে, যাতে শিক্ষার্থীদের নিরাপদ ও সুশৃঙ্খল আবাসিক পরিবেশ নিশ্চিত করা যায়।





