এনসিপি সহ নতুন আরো ২২ টি দলের নিবন্ধনের প্রক্রিয়া চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন পেতে শেষ মুহূর্তে নির্বাচন কমিশনে (ইসি) ধরনা দিচ্ছে নতুন রাজনৈতিক দলগুলো। প্রাথমিকভাবে উত্তীর্ণ ২২ দলের মধ্যে প্রায় এক ডজন দল রোববার (১২ সেপ্টেম্বর) ইসির শুনানিতে অংশ নেয়। শুনানি নেন ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।
শুনানিতে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), আম জনতার দল, নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি), বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জাতীয় জনতা পার্টি (ওসমানী), মৌলিক বাংলা, জনতার দল, বাংলাদেশ বেকার সমাজ, জাসদ (শাহজাহান সিরাজ), ফরওয়ার্ড পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি।
আরও পড়ুন: ইসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, অফিস কর্মচারী বরখাস্ত
ইসি সূত্র জানিয়েছে, এ বছর নিবন্ধনের জন্য ১৪৩টি নতুন রাজনৈতিক দল আবেদন করে। তবে প্রথম ধাপে কেউই পূর্ণ শর্ত পূরণ করতে না পারায় তাদের ঘাটতি পূরণের সময় দেওয়া হয়। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টিসহ ৮৪টি দল সাড়া দিলেও শেষ পর্যন্ত মাঠ পর্যায়ের যাচাইয়ে ২২টি দলই প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, মাঠ পর্যায় থেকে তদন্ত প্রতিবেদন এসেছে। এগুলোর পর্যালোচনা শেষে চলতি মাসেই দল নিবন্ধন চূড়ান্ত হতে পারে।
আরও পড়ুন: মাঠ পর্যায়ের তথ্য পুনঃতদন্তে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন