পাঁচ বছরের জন্য ইসির নিবন্ধন পেল ৮১ পর্যবেক্ষক সংস্থা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে নতুন করে ৮১টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
ইসি জানায়, গত ২৮ সেপ্টেম্বর ৭৩টি সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করা হয় এবং এসব সংস্থার বিরুদ্ধে যেকোনো দাবি-আপত্তি ২০ অক্টোবরের মধ্যে জানাতে বলা হয়। দাবি-আপত্তি যাচাই শেষে প্রথম ধাপে ৬৬টি সংস্থাকে ৬ নভেম্বর ২০২৪ থেকে ৫ নভেম্বর ২০৩০ পর্যন্ত চূড়ান্ত নিবন্ধন দেওয়া হয়।
আরও পড়ুন: বুধবার রেকর্ড হবে সিইসির ভাষণ, হতে পারে তফসিল ঘোষণাও
দ্বিতীয় ধাপে আরও ১৫টি সংস্থাকে যাচাই-বাছাই শেষে অনুমোদন দেওয়া হয়েছে। এসব সংস্থা ৪ ডিসেম্বর ২০২৪ থেকে ৩ ডিসেম্বর ২০৩০ পর্যন্ত পাঁচ বছরের নিবন্ধন পেল।
ইসি আরও জানায়, ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’-এর ধারা ১৬ অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টাকে নির্বাচনের প্রস্তুতি অবহিত করলেন সিইসি
উল্লেখ্য, পর্যবেক্ষক নিবন্ধন প্রথা ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে চালু হয়। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পায় এবং ভোট পর্যবেক্ষণ করে এক লাখ ৫৯ হাজারের বেশি পর্যবেক্ষক। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩৫টি সংস্থার ৮,৮৭৪ জন এবং ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ৮১টি সংস্থার ২৫,৯০০ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮০টি সংস্থার ২০,২৫৬ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেছিলেন।





