নিকলীতে চাইনিজ কুড়াল ও ইয়াবাসহ আটক এক

Any Akter
ইছমত আলী, নিকলী প্রতিনিধি
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৪১ অপরাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও চাইনিজ কুড়ালসহ এক মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) ভোরে নিকলী উপজেলার গুড়ই ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে আটক ব্যক্তির নাম মো. মহিনুর ইসলাম (৪২)। তিনি গুড়ই গ্রামের মৃত সুনামউদ্দিনের পুত্র।

সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, অভিযানের সময় মহিনুর ইসলামের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা, একটি চাইনিজ কুড়াল এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন: আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

আটকের পর তাকে নিকলী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিকলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন: মাধবপুরে অকার্যকর সংযোগ সেতু, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ