সশস্ত্র বাহিনীসহ ১৬ নিরাপত্তা সংস্থার সঙ্গে ইসির বৈঠক
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি ও সমন্বয় কার্যক্রম পর্যালোচনায় সশস্ত্র বাহিনীসহ ১৬টি নিরাপত্তা সংস্থার সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এ বৈঠক শুরু হয়ে ১০টায় শেষ হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ইসি সচিবসহ নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তারা এতে অংশ নেন।
আরও পড়ুন: ইসিতে দ্বিতীয় দিনের আপিলে বৈধ ৫৭ প্রার্থী
বৈঠক সূত্র জানায়, নির্বাচনি পরিবেশ শান্ত ও নিয়ন্ত্রিত রাখতে কমিশনের পক্ষ থেকে ইতোমধ্যে সমন্বয় সেল, ভিজিল্যান্স টিম, মনিটরিং টিম এবং রিটার্নিং কর্মকর্তাদের সমন্বয়ে একাধিক কমিটি গঠন করা হয়েছে। তবে এসব কমিটির কার্যক্রমে প্রত্যাশিত অগ্রগতি না থাকায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।
আগের আইনশৃঙ্খলা সভায় অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতারসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হলেও বাস্তবায়নে ধীরগতি দেখা যাচ্ছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: ইসিতে ৪৬৯ প্রার্থীর আপিল, শুনানি শুরু আজ
বৈঠকে অংশ নেওয়া এক নিরাপত্তা কর্মকর্তা সাংবাদিকদের বলেন, “মিটিং ছোট হলেও তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে মাঠপর্যায়ে গঠিত কমিটিগুলো যাতে সক্রিয়ভাবে কাজ করে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। মনিটরিং জোরদার এবং মাঠের তথ্য দ্রুত কমিশনকে জানানোই ছিল মূল আলোচনার বিষয়।”
এর আগে শনিবার (১০ জানুয়ারি) ইসির উপসচিব মো. মনির হোসেন বৈঠক সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন, যেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা সমন্বয়ের লক্ষ্যেই এই সভা ডাকা হয়েছে বলে উল্লেখ ছিল।
বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (PSO), বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, কোস্ট গার্ড মহাপরিচালক, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), আনসার ও ভিডিপি মহাপরিচালক, এনএসআই, ডিআইজি (ডিজিএফআই), এনটিএমসি, র্যাবসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





