নতুন করে সংসার গোছানোর ইঙ্গিত দিলেন মাহি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪১ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ৭:৪২ পূর্বাহ্ন, ০৪ এপ্রিল ২০২৫
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবিঃ সংগৃহীত
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবিঃ সংগৃহীত

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন এই নায়িকা। বন্ধু-বান্ধবী আর প্রিয়জনদের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন তিনি। সব কিছুর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব রয়েছেন এই তারকা। তার জীবনের নানা মুহূর্তও তুলে ধরেন ভক্তদের মাঝে। কোথাও ঘুরতে যাওয়া হোক বা আচার-অনুষ্ঠান। নিজের ব্যক্তিগত জীবনে নানা মুহূর্তও উঠে আসে অভিনেত্রীর টাইমলাইনে।

সম্প্রতি এ অভিনেত্রী এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। যেখানে মাহিয়া মাহি লিখেছেন, ‘খুব সুন্দর একটা সংসার গোছাবো ঠিকাছে...!’ ‘কখনো লবণ কম, কখনো বেশি, কখনো ভাত গলে গিয়ে যাউ হতে হতে একদিন খুব মজার রান্না করতে শিখে যাবো তোমার জন্য।’

আরও পড়ুন: সাহসী দৃশ্যে অভিনয় প্রসঙ্গে যা বললেন তাসনিয়া ফারিণ

মহি আরও লিখেছেন, ‘কফি খেতে খেতে কিংবা গাড়িতে কোনো লং জার্নিতে আমরা অন্য সব বোরিং কাপল গুলোর মতো ফেসবুক স্ক্রলিং করবোনা, বরং আমরা তুমুল গল্প করবো, হাসবো, হাসাবো। খুব সুন্দর একটা সংসার গুছাবো আমরা।’

সবশেষ এই অভিনেত্রী লেখেন, ‘সিনেমার নায়ক নায়িকাদের মতো ভালোবাসা না থাকুক, প্রচন্ড মায়া যেনো থাকে সেখানে। যে মায়াতে আমার ভেজা চোখ তোমার ভেতরটা দুমড়ে মুচড়ে দিবে...। যে মায়া আমাদের মৃত্যু অব্দি একসঙ্গে রাখবে।’

আরও পড়ুন: অভিনেতা হাসান মাসুদ হাসপাতালে ভর্তি

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই ২০২০ সালে মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান তিনি। পরে ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। এরপর গেল বছরের ফেব্রুয়ারিতে হঠাৎই এক ভিডিও বার্তায় রকিবের নিজের বিচ্ছেদের খবর জানান মাহি।