বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান
জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট নির্মাতা ফারহান সাদিক—অনলাইনে যিনি ‘লিলিপুট ফারহান’ হিসেবে সুপরিচিত—হঠাৎই বিয়ের খবর জানিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার হলুদের অনুষ্ঠান ও বিয়ের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে যায়।
ফারহানের ঘনিষ্ঠ সহযোগী সাইদুর রহমান মানিক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই ভক্ত, অনুসারী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভরে যায় মন্তব্যের ঘর।
আরও পড়ুন: নতুন প্রেমের গুঞ্জন মালাইকার
তবে ফারহানের নববধূ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ, হাস্যরস ও সামাজিক ভাবনার মিশেলে তৈরি বিভিন্ন ভিডিওর মাধ্যমে ‘লিলিপুট ফারহান’ তরুণদের কাছে ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ১.৪ মিলিয়নের বেশি।
আরও পড়ুন: কিংবদন্তি অভিনেতা লি সুন-জায়ে আর নেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ফারহান সাদিক পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীও। নিয়মিত কনটেন্ট নির্মাণের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে তিনি নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।





