খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ শাকিব খানের

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৪৬ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি শোকবার্তা দিয়ে তিনি এই সমবেদনা জানান।

শাকিব খান তার ফেসবুক পোস্টে বেগম খালেদা জিয়ার একটি সাদাকালো ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

আরও পড়ুন: খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করলেন হানিফ সংকেত

এই পোস্ট প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগী ও অনুসারীদের অসংখ্য মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের আবহ তৈরি হয়।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: ‘খালেদা জিয়া আপনি জিতে গেলেন আসলে’