উন্মোচন করা হল বিশ্বকাপ-২০২৬ এর লোগো

Shakil
বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ন, ১৮ মে ২০২৩ | আপডেট: ৮:১৫ অপরাহ্ন, ১৮ মে ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা যৌথভাবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। আর এই আসন্ন বিশ্বকাপের অফিসিয়াল লোগো ও ব্র্যান্ডিং ফিফা উন্মোচন করেছে। খবর গোল ডট কম।

’২৬ সালের বিশ্বকাপকে ঘিরে নতুন যে স্লোগানটি তৈরি করা হয়েছে তা হলো, ‘আমরা ২৬’। এবারের বিশ্বকাপের লোগোতে ওপর-নিচ করে সাদা রঙের ‘২’ ও ‘৬’ বসানো হয়েছে, সামনে বিশ্বকাপের ট্রফির ছবি। এবারই প্রথম লোগোতে বিশ্বকাপের ট্রফি ব্যবহৃত হচ্ছে। 

আরও পড়ুন: পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

তবে লোগোতে তিনটি দেশের কাউকে প্রতিনিধিত্ব করে এমন কোনো রং ব্যবহার হচ্ছে না।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ব্রাজিল কিংবদন্তি রোনালদো লোগোটি উন্মোচন করেন। পরে ইনফান্তিনো বলেন, ‘আমরা ২৬ একটি আওয়াজ। এটি এমন একটি মুহূর্ত যখন তিনটি দেশ এবং একটি সমগ্র মহাদেশ সম্মিলিতভাবে বলে, ‘'আমরা বিশ্বকে স্বাগত জানাতে এবং সর্বকালের সর্ববৃহৎ, সেরা এবং সর্বাধিক অন্তর্ভুক্তিমূলক ফিফা বিশ্বকাপ উপহার দেওয়ার জন্য একত্রিত৷'’ টুর্নামেন্ট প্রতিটি আয়োজক দেশ এবং অংশগ্রহণকারী দল নিজেদের ইতিহাস তুলে ধরবে।’

আরও পড়ুন: ফুটবলের বিস্ময়কর বালক সোহানের পরিবারের পাশে বিএনপি নেতা

যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার ১৬টি শহরে বিশ্বকাপ চলবে। যুক্তরাষ্ট্রের ১১টি শহরে, মেক্সিকোর ৩ ও কানাডার ২টি শহরে খেলা হবে। তবে টুর্নামেন্টে ৩টি দেশের আলাদা লোগোও প্রদর্শিত হবে।

বিশ্বকাপ-২০২৬ এর ফাইনালটি কোন শহরের কোন মাঠে অনুষ্ঠিত তা এখনো ঠিক করা হয়নি। তবে ফিফা সভাপতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরকে ইঙ্গিত করেছেন।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলবে মেসিদের আর্জেন্টিনা। ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপের লড়াই চলবে।