ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ পেছাল বাংলাদেশের মেয়েরা

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:১৩ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারী ফুটবলে জাগরণের পর র‍্যাঙ্কিংয়েও সুফল পেয়েছিলো বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে বাজে পারফরম্যান্সের জেরে আট ধাপ পিছিয়ে গেছে আফিদা খন্দকার, ঋতুপর্ণা চাকমাদের দল।

নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ১৯৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১১২তম। সাম্প্রতিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে টানা চারটি পরাজয়ের পর এই অবনমন ঘটে।

আরও পড়ুন: পুরস্কারটি আমার জন্য স্পেশাল: ঋতুপর্ণা

গত চার মাসে চারটি ম্যাচ খেললেও একটিতেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুই প্রীতি ম্যাচে ৩-০ ও ৫-১ ব্যবধানে হারের পর নভেম্বর-ডিসেম্বরে তিন জাতির টুর্নামেন্টেও ধারাবাহিক ব্যর্থতা-মালয়েশিয়ার কাছে ১-০ এবং আজারবাইজানের কাছে ২-১ গোলের পরাজয়। চার ম্যাচে মোট ১১ গোল হজমের বিপরীতে গোল করতে পেরেছে মাত্র দুইটি-যার প্রভাব সরাসরি পড়েছে র‍্যাঙ্কিংয়ে।

গত আগস্টে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি (+৮০.৫১) পয়েন্ট অর্জন করে দারুণ এগিয়েছিল বাংলাদেশ। তখন রেটিং পয়েন্ট ছিল ১১৭৯.৮৭৩। তবে নতুন তালিকায় কমে গেছে ১২.২৬ পয়েন্ট; বর্তমানে রেটিং ১১৬৭.৬১১।

আরও পড়ুন: সাহসী লড়াইয়ে শেষ পর্যন্ত ব্যর্থ বাংলাদেশ

নারী ফুটবলের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, দুইয়ে যুক্তরাষ্ট্র। এশিয়ায় সবচেয়ে এগিয়ে জাপান, অবস্থান ৮ নম্বরে। দক্ষিণ এশিয়ায় শীর্ষ দল ভারত (৬৭), আর নেপালও (৮৯) রয়েছে বাংলাদেশের ওপরে।