সাহসী লড়াইয়ে শেষ পর্যন্ত ব্যর্থ বাংলাদেশ

দুর্দান্ত সূচনাতেই ম্যাচে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ মুহূর্তের গোল হজম করে জয়ের স্বপ্ন শেষ হয় স্বাগতিকদের। রোমাঞ্চে ভরা এই লড়াইয়ে হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে গোলের বন্যা দেখা যায় দুই দলের আক্রমণ-প্রতিআক্রমণে।
আরও পড়ুন: ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ–হংকং ম্যাচের টিকিট বিক্রি শুরু
ম্যাচের ১৩ মিনিটেই ফ্রি কিক থেকে অসাধারণ এক গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন হামজা চৌধুরী। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার দ্বিতীয় গোল।
গোল খাওয়ার পরই জেগে ওঠে হংকং। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে তারা (১-১)। বিরতির পর ম্যাচের ৫০ মিনিটে রাফায়েল মারকিসের গোল হংকংকে ২-১ ব্যবধানে এগিয়ে দেয়।
আরও পড়ুন: ভুটানের সঙ্গে ড্র, শিরোপা হারানোর পথে বাংলাদেশ
বাংলাদেশ কিছুটা রক্ষণাত্মক খেললেও মাঝমাঠে লড়াই করে যায় দৃঢ়ভাবে। তবে ৭৪ মিনিটে আবারও গোল খেয়ে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
এরপর শেষ দশ মিনিটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। ৮৪ মিনিটে শেখ মোরসালিনের গোল ম্যাচে ফেরায় বাংলাদেশকে (৩-২)। অতিরিক্ত সময়ের ৯৮ মিনিটে কর্নার থেকে দারুণ এক হেডে গোল করেন সামিত সোম, তাতে সমতায় ফেরে বাংলাদেশ (৩-৩)।
কিন্তু নাটকীয়তার শেষ ছিল না এখানেই। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আবারও গোল হজম করে বাংলাদেশ। ফলে রোমাঞ্চকর এই লড়াই শেষ হয় হংকংয়ের ৪-৩ গোলের জয়ে।
ম্যাচজুড়ে হংকং বল দখলে এগিয়ে থাকলেও লড়াকু মানসিকতায় প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ। তবুও শেষ মুহূর্তের সেই গোলই কাল হয়ে দাঁড়ায় স্বাগতিকদের জন্য।