আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে ডেঙ্গু, একদিনে ৬ জনের মৃত্যু

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:৪৭ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে ডেঙ্গুর ভয়াবহতা দিন দিন বাড়ছে। রাজধানীর পাশাপাশি গ্রাম-গঞ্জেও দ্রুত ছড়িয়ে পড়ছে এডিস মশাবাহী এই রোগ। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগের ঘাটতির কারণে আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৩ জন রোগী। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৬ জনের।

আরও পড়ুন: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৬৫৯, মৃত্যু শূন্য

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে এসব ঘটনা ঘটে বলে সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ভর্তি হয়েছেন ১৪১ জন, চট্টগ্রামে ১১১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭১ জন, ঢাকা উত্তর সিটিতে ২২৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩৩ জন, খুলনা বিভাগে ৬২ জন, ময়মনসিংহে ৪১ জন, রাজশাহীতে ৭৮ জন, রংপুরে ১২ জন এবং সিলেটে ৭ জন।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৩ জন

এদিকে, গত এক দিনে সারা দেশে ৯৭০ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৬৩ হাজার ৪১৪ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৬ হাজার ৪২৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৬৯ জনের।