একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ৮৩৪ জন, মৃত্যুহীন ২৪ ঘণ্টা
দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৪ জন নতুন রোগী। তবে এই সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। শনিবার (৮ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: সারাদেশে আতঙ্ক ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস, আক্রান্ত হলেই মৃত্যু ঝুঁকি
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন শনাক্ত ৮৩৪ জন ডেঙ্গু রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২২৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে: ২০৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭২ জন।
আরও পড়ুন: নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়ছে, হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ
এদিকে, গত একদিনে সারা দেশে ৮১৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ৭৩ হাজার ৭৮৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত (৮ নভেম্বর পর্যন্ত) ৭৭ হাজার ৩৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩০৭ জনের।
এর আগে, ২০২৪ সালে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। আর ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১,৭০৫ জন মারা যান এবং ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন — যা ছিল দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু বছর।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনো দেশের বিভিন্ন অঞ্চলে এডিস মশার প্রজনন মৌসুম চলমান। তাই পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, স্থির পানিতে মশার বংশবিস্তার রোধ করা এবং ডেঙ্গুর প্রাথমিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি।





