চল্লিশ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত নয়াদিল্লিতে

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ন, ১০ জুলাই ২০২৩ | আপডেট: ৭:১৬ পূর্বাহ্ন, ১০ জুলাই ২০২৩
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার বরাতে দ্য হিন্দুর ছবি।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার বরাতে দ্য হিন্দুর ছবি।

উত্তর ভারতে মৌসুমি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। গার্ডিয়ান জানাচ্ছে, রবিবার (৯ জুলাই) নয়াদিল্লিতে ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত চল্লিশ বছরের জুলাইয়ের হিসাবে একদিনে এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত।

গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, দিল্লির রাস্তায় কোথাও হাঁটুপানি আবার কোথাও তার চেয়ে বেশি। বৃষ্টি ও বন্যার কারণে নয়াদিল্লিতে স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার থেকে বন্ধ থাকবে শহরের সব স্কুল।

আরও পড়ুন: দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ১৩

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার বরাতে গার্ডিয়ান জানায়, ভারী বৃষ্টিপাত ও বন্যার তোড়ে ছয়টি রাজ্যে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে বেশিরভাগই পার্বত্য অঞ্চল। হিমাচল প্রদেশে অন্তত ৭০০ রাস্তা বন্ধ হয়ে রয়েছে। স্থানীয় দুর্যোগ কর্মকর্তারা জানিয়েছেন, শুধু হিমাচলেই নিহত হয়েছেন ৬ জন।

সরকারি তথ্য অনুযায়ী এরই মধ্যে জুলাইয়ের প্রথম সপ্তাহে স্বাভাবিকের চেয়ে ২ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। দেশটির আবহাওয়া অধিদফতর উত্তর ভারতের বড় অংশ জুড়ে আরো বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

আরও পড়ুন: দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ৮

বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া সাধারণত কঠিন। এটি মুহূর্তে মুহূর্তে পরিবর্তিত হয়। বিজ্ঞানীরা বলছেন, সাম্প্রতিক জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের পূর্বাভাস করা আরো বেশি কঠিন হয়ে পড়েছে।