উড্ডয়নের ঠিক আগমুহূর্তে লুটিয়ে পড়লেন পাইলট

দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানের পাইলট উড্ডয়নের ঠিক আগমুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার ভোরে বেঙ্গালুরু বিমানবন্দরে এই ঘটনা ঘটে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।
ঘটনার পর পরই অসুস্থ পাইলটকে দ্রুত স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে তিনি হঠাৎ লুটিয়ে পড়েন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
আরও পড়ুন: আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক: ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘মূল কারণ দূর করতে হবে’
বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ওইদিন ভোরে এআই ২৪১৪ নম্বর ফ্লাইটটি দিল্লির উদ্দেশে যাত্রার কথা ছিল। কিন্তু দায়িত্বপ্রাপ্ত পাইলটের হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটায় তিনি ফ্লাইট পরিচালনা করতে পারেননি। পরে আরেকজন পাইলট দায়িত্ব গ্রহণ করে যাত্রীদের নিয়ে বিমানটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশে উড্ডয়ন করে।
এ ঘটনায় কিছু সময়ের জন্য যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও বিকল্প পাইলট দিয়ে ফ্লাইট পরিচালনা করায় স্বস্তি ফেরে। বিমানটি শেষ পর্যন্ত নিরাপদেই দিল্লিতে পৌঁছায়।
আরও পড়ুন: যুদ্ধবিরতি নেই, হয়নি কোনো চুক্তি: ট্রাম্প-পুতিন বৈঠকে অর্জন কী?
বিমান সংস্থাটি আরও জানায়, “বর্তমানে ওই পাইটল স্থিতিশীল আছেন এবং হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।”