দক্ষিণ জার্মানিতে ট্রেন লাইনচ্যুত: নিহত ৩, আহত অর্ধশতাধিক

দক্ষিণ জার্মানির বাডেন-উরটেমবার্গ অঞ্চলে ভয়াবহ একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। শতাধিক যাত্রী বহনকারী একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে (DW) জানায়, ট্রেনটির দুইটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দেশটির দমকল বাহিনীর মুখপাত্র।
আরও পড়ুন: জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোয়েলিনা
দুর্ঘটনার পর আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেসব যাত্রী অক্ষত রয়েছেন, তাদের নিরাপদে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে রাখা হয়েছে।
জানা গেছে, রবিবার বিকেলে ঝড়ো আবহাওয়ার মধ্যে ট্রেনটি চলছিল। আবহাওয়ার কারণে ট্রেন লাইনচ্যুত হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন যে তিন জন
দুর্ঘটনাস্থলে স্থানীয় পুলিশ, দমকল বাহিনী, জাতীয় উদ্ধারকারী দল এবং সেনাবাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। সাধারণ মানুষও স্বেচ্ছায় উদ্ধারকার্যে যোগ দিয়েছেন। উদ্ধারকর্মীরা পুলিশ কুকুর ব্যবহার করে খুঁজে দেখছেন, কেউ ভিতরে আটকে রয়েছেন কি না। সোমবার সকালে বিশাল ক্রেন ব্যবহার করে ট্রেনটি সরানোর পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।