এনআইসিইউতে ইঁদুরের কামড়ে দুই নবজাতকের মৃত্যু, তদন্তে কর্তৃপক্ষ

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:৫৭ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে এমওয়াই হাসপাতালে ভয়াবহ অবহেলার ঘটনা ঘটেছে। নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) ইঁদুরের কামড়ে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

গত মঙ্গলবার ও বুধবার হাসপাতালের নবজাতক বিভাগে শিশুদ্বয়ের মৃত্যু ঘটে। তাদের আঙুল ও কাঁধে ইঁদুরের কামড়ের চিহ্ন পাওয়া যায়। একজনের ওজন ছিল মাত্র ১ কেজি এবং অন্যজনের ১.৬ কেজি।

আরও পড়ুন: নভোচারী সেজে ৯ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুরা জন্ম থেকেই গুরুতর অসুস্থ ছিল। হিমোগ্লোবিন কম, অঙ্গ-প্রত্যঙ্গ অপরিপক্ব এবং ভেন্টিলেটরের সহায়তায় চিকিৎসাধীন ছিল তারা। চিকিৎসকদের দাবি, সংক্রমণ ও জন্মগত জটিলতার কারণেই মৃত্যু হয়েছে। তবে ইঁদুর কামড় নবজাতকদের স্বাস্থ্যে গুরুতর প্রভাব ফেলেছে বলে স্বীকার করেছেন চিকিৎসকরা।

এমওয়াই মেডিকেল কলেজের ডিন ডা. অরবিন্দ ঘাঙ্ঘোরিয়া বলেন, “এটি নিরাপত্তা ব্যবস্থার স্পষ্ট ঘাটতি। একটি উচ্চ পর্যায়ের কমিটি বিষয়টি তদন্ত করছে।”

আরও পড়ুন: হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে গভীর আলোচনায় ট্রাম্প

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, হাসপাতালের ভেতরে বহুদিন ধরেই ইঁদুরের উৎপাত রয়েছে, অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। মৃত্যুর জন্য হাসপাতাল প্রশাসন জন্মগত জটিলতাকে দায়ী করলেও জনসাধারণের কাছে তা গ্রহণযোগ্য হয়নি।

ঘটনার পর নবজাতক বিভাগের কয়েকজন কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থায় সংস্কারের দাবি উঠেছে।