ইয়েমেন থেকে ছোড়া ড্রোন আঘাত হানল ইসরায়েলের রামন বিমানবন্দরে
ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন লোহিত সাগরের তীরে অবস্থিত ইসরায়েলের আইলাত শহরের রামন বিমানবন্দরে আঘাত হেনেছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
হামলার পর বিমানবন্দরটিতে উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তবে স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করতে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: নির্বাচনের আগে তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তার ঢাকা সফর ঘিরে আলোচনা, কৌতুহল
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনা তদন্ত করছে। ড্রোনটি বিমানবন্দর এলাকা তে পড়েছিল। তবে তারা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
রামন বিমানবন্দরটি জর্ডান ও মিশরের সীমান্তে অবস্থিত রিসোর্ট শহর আইলাতের কাছে এবং মূলত অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে।
আরও পড়ুন: পুতিনের বাসভবনে হামলার অভিযোগ রাশিয়ার, অস্বীকার ইউক্রেনের
প্রসঙ্গত, ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইরান-সমর্থিত হুথিরা ইসরায়েলের দিকে নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে। ইসরায়েলও ইয়েমেনের গুরুত্বপূর্ণ এলাকা, বিশেষ করে হোদেইদা বন্দর সহ বিভিন্ন এলাকায় বোমা হামলা চালাচ্ছে। সাম্প্রতিক হামলায় সরকারের শীর্ষ কর্মকর্তা ও হুথি কমান্ডারদের মৃত্যুর খবর পাওয়া গেছে।
হুথিরা ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। তবে মার্কিন প্রশাসনের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট জাহাজে তারা হামলা এড়িয়ে যাচ্ছে।





