নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ
ছবিঃ সংগৃহীত
টানা দুইদিনের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওলির সচিবালয় এক বিবৃতিতে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।
নেপালে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও ক্রমবর্ধমান বিক্ষোভের কারণে ওলির ওপর চাপ বাড়ছিল। অবশেষে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র রয়েছে, পৃথিবীকে ১৫০ বার দেয়া যাবে
এর আগে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে তার পদত্যাগের দাবি উঠেছিল। বিক্ষোভকারীরাও সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশ করেন।
ওলির পদত্যাগের পর নেপালের নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।





