ফিলিস্তিনি গোষ্ঠী
কাতারে ইসরায়েলি হামলায় নিহত ৬, লক্ষ্যবস্তু ছিলেন হামাস নেতারা
কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন ফিলিস্তিনি রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করেছে সংগঠনটি। বাকি একজন কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্য।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে দোহার উত্তর কাতারা এলাকায় আবাসিক ভবন লক্ষ্য করে এ হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টানা ৮ দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আরও পড়ুন: গাজায় হামলা চলছেই, ত্রাণের ৭৫ শতাংশই আটকে রেখেছে ইসরায়েল
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় নিহতদের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে বিবৃতিতে হামাসের নাম উল্লেখ করা হয়নি।
অন্যদিকে হামাসের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো খসড়া যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে নেতারা এক বৈঠকে বসেছিলেন। সেই বৈঠক চলাকালে আবাসিক ভবনটিতে বিমান হামলা চালায় ইসরায়েল।
আরও পড়ুন: ইরানের প্রতি নীতির পরিবর্তন জরুরি: আরব রাষ্ট্রগুলোকে আহ্বান ওমানের পররাষ্ট্রমন্ত্রীর
ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার মূল লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া এবং পশ্চিম তীর শাখার নেতা জাহের জাবারিন। মাত্র ১০ মিনিট স্থায়ী ওই অভিযানে ইসরায়েলের ১৫টি যুদ্ধবিমান অংশ নেয়।





