গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বারপ্রান্তে: ট্রাম্প

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সম্ভবত গাজা নিয়ে আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। চুক্তির খুব কাছে আছি। মনে হচ্ছে আমাদের সমঝোতা হয়েছে। এটি জিম্মিদের ফিরিয়ে আনবে, যুদ্ধ থামাবে। শান্তি আসতে যাচ্ছে।”
আরও পড়ুন: জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোয়েলিনা
ট্রাম্প জানান, যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত করতে তিনি আগামী সোমবার নিউইয়র্কে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন।
এর আগে গত বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে আট মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প ২১ দফার শান্তি প্রস্তাব উত্থাপন করেন। এতে জিম্মি মুক্তি, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং হামাসবিহীন প্রশাসন গঠনের প্রস্তাব ছিল। মুসলিম নেতারা প্রস্তাবটি স্বাগত জানালেও ইসরায়েল বা হামাস এখনও প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন যে তিন জন
এদিকে শুক্রবার জাতিসংঘ অধিবেশনে নেতানিয়াহু গাজায় যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দেন। তার বক্তব্যের কিছুক্ষণ পরই ট্রাম্প যুদ্ধবিরতির সম্ভাবনার কথা জানান।
চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামী সোমবারের বৈঠকের পর।