আল জাজিরার প্রতিবেদন

গাজায় অভিযান সীমিত করার নির্দেশ ইসরায়েলের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:৫০ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের সরকার গাজায় চলমান সামরিক অভিযানের পরিমাপ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। সামরিক সংবাদকর্মী ডরোন কাদোস জানান, ইসরায়েলের রাজনৈতিক মহল সেনাবাহিনীর কাছে গাজায় চলমান কার্যক্রমকে ‘সর্বনিম্ন’পর্যায়ে নামিয়ে আনার নির্দেশ দিয়েছে এবং এখন থেকে শুধুমাত্র প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশ রয়েছে। কাদোসের সোশ্যাল মিডিয়া পোস্টের ভাষায়, এর বাস্তবিক অর্থ হলো: (গাজা সিটি) দখলের অভিযান বন্ধ রয়েছে এবং আপাতত এটা স্থগিত করা হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার রূপরেখার ওপর হামাস নীতিগতভাবে ইতিবাচক সাড়া দিয়েছিল এবং আলোচনায় অংশ নেওয়ার আগ্রহ বা সুযোগের ইঙ্গিত দেখায়। হামাসের ওই প্রতিক্রিয়ার পরে ইসরায়েলও প্রথম ধাপে ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী সব জিম্মি অবিলম্বে মুক্তির উদ্যোগ নেয়ার প্রস্তুতি জানিয়েছে বলে সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন যে তিন জন

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, ট্রাম্প ও তাঁর দলের সঙ্গে পূর্ণ সহযোগিতায় কাজ করা হবে, যাতে যুদ্ধ সমাপ্তির পারপ্যস দেশটির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে।

 ট্রাম্প নিজেও সামাজিক মাধ্যমে বলেছেন যে হামাসের সদ্যপ্রাপ্ত বিবৃতির পর তিনি মনে করেন তারা দীর্ঘমেয়াদি শান্তির জন্য প্রস্তুত হতে পারে। তিনি ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ অবিলম্বে বন্ধ করার আহ্বানও জানিয়েছেন যাতে জিম্মিদের দ্রুত ও নিরাপদে উদ্ধার করা যায় এবং শান্তিচুক্তি কার্যকর করা সম্ভব হয়।

আরও পড়ুন: গাজায় আটক আরও ১৩ জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দিল হামাস