সুমুদ ফ্লোটিলা থেকে অপহৃত ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:৩৬ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সহায়তা নিয়ে যাওয়া “সুমুদ ফ্লোটিলা”র জাহাজ থেকে অপহৃত ১৩৭ অধিকারকর্মীকে তুরস্কে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। শনিবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

গত সপ্তাহে গাজাগামী নৌবহর থেকে প্রায় ৫০০ অধিকারকর্মীকে আটক করে নিয়ে যায় ইসরায়েলি নৌ কমান্ডোরা। তাদের মধ্যে ১৩৭ জনকে তুরস্কে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

আরও পড়ুন: জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোয়েলিনা

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, তুরস্কে পাঠানোদের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিশিয়া এবং তুরস্কের নাগরিক রয়েছেন।

প্রসঙ্গত, গাজায় ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙা, সেখানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং গাজার মানুষের প্রতি সংহতি জানাতে ৪৫টি ছোট-বড় জাহাজে করে বিভিন্ন দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী গাজামুখী হন। কিন্তু উপত্যকায় পৌঁছানোর আগেই ইসরায়েলি নৌবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে ইসরায়েলে নিয়ে যায়।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন যে তিন জন

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, তুরস্কের একটি বিমানবন্দরে দাঁড়িয়ে আছে একটি বিমান, যার ভেতরেই রয়েছেন ফেরত পাঠানো ওই ১৩৭ অধিকারকর্মী। বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছিল তুর্কি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, সেখান থেকে অধিকারকর্মীরা নিজ নিজ দেশে ফিরে যাবেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তাসংস্থা রয়টার্সকে জানায়, ফেরত পাঠানোদের মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিক রয়েছেন। এর আগে গতকাল (শুক্রবার) আরও চারজন অধিকারকর্মীকে ফেরত পাঠিয়েছিল ইসরায়েল।

অন্যদিকে, ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, অধিকারকর্মীরা সামান্য ত্রাণ সামগ্রী নিয়ে এসেছিলেন, কিন্তু ইসরায়েলের মাধ্যমে তা গাজায় পাঠাতে রাজি হননি। তাদের অভিযোগ, ত্রাণের আড়ালে রাজনৈতিক উস্কানি ছড়াতেই এই অভিযান পরিচালনা করা হয়েছিল।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আটক সব অধিকারকর্মীকে পর্যায়ক্রমে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

সূত্র: আলজাজিরা, রয়টার্স