ফিলিস্তিনে যুদ্ধ শেষ, শান্তি চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ভূমিকা: ট্রাম্প

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২২ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:২২ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধের অবসান ঘটেছে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির যুগ শুরু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজের মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আপনারা জানেন, গতকাল রাতে মধ্যপ্রাচ্যে আমরা একটি বড় ব্রেকথ্রুতে পৌঁছেছি। অনেকেই বলেছিলেন এমন কিছু সম্ভব নয়। আমরা যুদ্ধ শেষ করেছিৃ অনেক দীর্ঘ পরিসরে। আমি মনে করি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আসছে—চিরকালীন শান্তি।

আরও পড়ুন: ইসলামাবাদে আত্মঘাতী হামলায় ১২ জন নিহত, আহত ২৭: স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য

ট্রাম্প জানান, ইসরায়েলি জিম্মিদের আগামী সোমবার বা মঙ্গলবার মুক্তি দেওয়া হবে।

তিনি বলেন, জিম্মিদের মুক্তির দিন হবে আনন্দের দিন। আমরা মিসরে যাব এবং সেখানে চুক্তি স্বাক্ষর করব। জিম্মিরা সম্ভবত সোমবার মুক্তি পাবে।

আরও পড়ুন: ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা

গত সপ্তাহে ঘোষিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা অনুযায়ী হামাস ও ইসরায়েল উভয়পক্ষই আলোচনায় সম্মতি জানিয়েছে।

গাজা পুনর্গঠনের বিষয়ে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের কিছু দেশের বিপুল সম্পদ রয়েছে। তারা যদি তাদের আয়ের সামান্য অংশও গাজার জন্য ব্যয় করে, তবে তা হবে এক বিস্ময়কর কাজ। সূত্র: আলজাজিরা