শান্তিতে নোবেলজয়ী মাচাদো ইসরাইলপন্থি, ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য
চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। দেশটির গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
কমিটি এক বিবৃতিতে জানায়, “২০২৫ সালের শান্তি পুরস্কার যাচ্ছে এক সাহসী ও নিবেদিতপ্রাণ নেত্রীর কাছে, যিনি অন্ধকার সময়ে গণতন্ত্রের শিখা জ্বালিয়ে রেখেছেন।”
আরও পড়ুন: হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮
তবে পুরস্কার ঘোষণার পর মাচাদোর অতীত কর্মকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ক্লিপে দেখা গেছে, তিনি ইসরাইলের দৃঢ় সমর্থক। ইসরাইলি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,
“ভেনেজুয়েলা ও ইসরাইলের মধ্যে গভীর সম্পর্ক গড়ে তোলা হবে— আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি। আমাদের সরকার ইসরাইলের প্রতি সংহতি জানিয়ে ভেনেজুয়েলার দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করবে।”
আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল
এছাড়া ভেনেজুয়েলান গণমাধ্যম ভেনেজুয়েলান ভয়েস জানিয়েছে, মাচাদোর দল ভেন্তে ভেনেজুয়েলা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।
টাইমস অব ইসরাইল এর তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর মাচাদো প্রকাশ্যে ইসরাইলের প্রতি সংহতি জানিয়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আগ্রহ প্রকাশ করেছিলেন। উল্লেখ্য, ২০০৮–০৯ সালে গাজায় ইসরাইলি আগ্রাসনের পর ভেনেজুয়েলা দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল, ভেনেজুয়েলান ভয়েস





