ওবামা শান্তিতে নোবেল পেয়েছিলেন ‘কিছু না করেই, আমি আটটা যুদ্ধ থামিয়েছি: ট্রাম্প

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:৩৯ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগমুহূর্তে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তুললেন পুরোনো প্রতিদ্বন্দ্বী বারাক ওবামার প্রসঙ্গ। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ওবামা কিছু না করেই নোবেল পেয়েছিলেন, অথচ আমি আটটি যুদ্ধ থামিয়েছি।

২০০৯ সালে মাত্র আট মাসের শাসন শেষে ওবামাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়, যা নিয়ে তখন সারা বিশ্বেই বিস্ময় তৈরি হয়। এমনকি দ্য নিউ ইয়র্ক টাইমস মন্তব্য করেছিল—এই সিদ্ধান্ত ছিল “অত্যন্ত অকালপ্রসূত”।

আরও পড়ুন: ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

ট্রাম্প বলেন, তার সময়ে যুক্তরাষ্ট্র একাধিক যুদ্ধ থেকে সরে এসেছে এবং তিনি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে ওবামার শান্তিতে নোবেল পাওয়া নিয়ে প্রশ্ন তোলার এটি তার প্রথমবার নয়, এর আগেও বিভিন্ন সমাবেশে ট্রাম্প এ নিয়ে সমালোচনা করেছেন।

ওবামার প্রেসিডেন্ট থাকাকালীন ইরাক ও আফগানিস্তানের যুদ্ধ, সিরিয়া সংকট এবং লিবিয়া অভিযানসহ নানা সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বাড়ে। অন্যদিকে ট্রাম্পের দাবি, তিনি ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর সঙ্গে সরাসরি সংঘাত এড়াতে সফল হয়েছেন।

আরও পড়ুন: গাজায় প্রথম দফায় মুক্তি পেলেন যারা