পাকিস্তান সীমান্তে ট্যাংক ও ভারী অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:০২ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
পাকিস্তান সীমান্তে ট্যাংক ও ভারী অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান। ছবিঃ সংগৃহীত
পাকিস্তান সীমান্তে ট্যাংক ও ভারী অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান। ছবিঃ সংগৃহীত

পাকিস্তান সীমান্তে ট্যাংক ও ভারী অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এই সামরিক সরঞ্জাম সীমান্তমুখী করা হচ্ছে বলে জানিয়েছে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ।

রোববার (১২ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে পাক-আফগান সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষের পর এই মোতায়েন শুরু হয়।

আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল

আফগান সরকারের দাবি, সংঘর্ষে পাকিস্তানের অন্তত ২৫টি সীমান্ত পোস্ট দখল করেছে তাদের সেনারা। এতে ৫৮ জন পাক সেনা নিহত এবং ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

তিনি আরও বলেন, “শনিবার রাতের সংঘাতে আফগান সেনারা সীমান্তের ২৫টি পোস্ট থেকে পাকিস্তান সেনাদের হটিয়ে দিয়েছে। যদি পাকিস্তান আবারও আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তাহলে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।”

আরও পড়ুন: ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র

এর আগে, তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)-এর নেতাদের আশ্রয় ও সহযোগিতার অভিযোগে গত বৃহস্পতিবার মধ্যরাতে আফগান রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। হামলায় টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদ এবং তার ঘনিষ্ঠ সহযোগী ক্বারী সাইফুল্লাহ মেসুদ নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

তবে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। বরং তারা পাকিস্তানের বিমান হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর “স্পষ্ট আক্রমণ” বলে মন্তব্য করেছে।

সূত্র: আল জাজিরা, তোলো নিউজ