ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে দুইজন নিহত
ইসরায়েলের নতুন আগ্রাসনে দক্ষিণ লেবাননের আল-বাইয়াদ শহরে দুজন লেবাননি নাগরিক নিহত হয়েছেন। লেবাননের আল-মানার টিভির ইংরেজি সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার ইসরায়েলি ড্রোন হামলায় এই প্রাণহানি ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, টাইর প্রদেশের আল-বাইয়াদ গ্রামে ইসরায়েলি ড্রোন টার্গেট করে হামলা চালায়, যেখানে দুজন নিহত হন।
আরও পড়ুন: তুরস্কে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে ভবন
যদিও তেল আবিব ও বৈরুতের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও প্রায় প্রতিদিনই লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, এসব হামলা লেবাননের বেসামরিক নাগরিকদের জীবনে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হারিকেন মেলিসা’, জ্যামাইকায় আঘাত হানতে পারে
প্রতিবেদনে আরও বলা হয়েছে, লেবানন সরকার এখনো এসব হামলার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি। বরং তারা হিজবুল্লাহ-কে নিরস্ত্রীকরণের চাপের মুখে রয়েছে—যে সংগঠনটি দুই দশকেরও বেশি সময় ধরে লেবাননের সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সূত্র: মেহের নিউজ





